বুধবার, ৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | মনপুরা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় শিক্ষিকা কে ধর্ষণ চেষ্টা! ছাত্রলীগ সহ-সভাপতি কে বহিস্কার।। লালমোহন বিডিনিউজ
মনপুরায় শিক্ষিকা কে ধর্ষণ চেষ্টা! ছাত্রলীগ সহ-সভাপতি কে বহিস্কার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি এনাম হাওলাদার ছাত্রলীগের কমিটি থেকে আজীবণের জন্য বহিস্কার করেছে উপজেলা ছাত্রলীগ।
বুধবার উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.সামসুদ্দিন সাগর ও সাধারণ সম্পাদক মো. সুমন ফরাজি কর্তৃক উপজেলা ছাত্রলীগের পেডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এনাম হাওলাদার কে আজীবণের জন্য বহিস্কার করা হয়।
উল্লেখ, গত ১ এপ্রিল শনিবার মনপুরা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কে লাইব্রেরীতে আটক রেখে ধর্ষণ চেষ্টা চালায় ছাত্রলীগে সাবেক এ নেতা। রোববার এই ঘটনায় ওই শিক্ষিকা অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষক সমিতি ও ইউপি চেয়ারম্যান কাছে লিখিত অভিযোগ করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়।