বুধবার, ৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ফেজবুক ফেক আইডি কে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-২।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ফেজবুক ফেক আইডি কে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-২।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন এলাকায় ফেজবুকে ফেক আইডি কে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে মো. আক্তার ফারুক ও রাতুল নামের দুজন গুরুত্বর আহত হয়েছে।
বুধবার সকালে বদরপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড হাজিরহাট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, নাজিরপুর মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আক্তার ফারুক এর ছবি ব্যবহার করে কে বা কারা ফেজবুকে ফেক আইডি তৈরী করে। কুক নামের এ ফেজবুক ফেক আইডি এবং শিক্ষক আক্তার ফারুকের ছবি ব্যবহার করায় ক্ষোভে ফেটে পড়েন তিনি। আক্তার ফারুক তার প্রতিপক্ষ মো. রাতুল কে সন্দেহ করে ফেক আইডির বিষয়ে স্থানীয়দের কাছে বিচার দাবি করলে বিষয়টি সমাধানের আশ্বাস দেন তারা।
শিক্ষক আক্তার ফারুক’র অভিযোগ করেন তার স্কুল পড়ুয়া মেয়ে কে রাতুল ও তার বন্ধুরা ইভটিজিং করতো। এ বিষয়ে মেয়ের স্কুল হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক’র কাছে মৌখিক বিচার দাবি করেছেন।
এ ব্যাপারে হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ওসমানী জানান, ফেজবুকে ফেক আইডি ও তার মেয়েকে উত্ত্যক্ত করা হয় বলে জানিয়েছেন আক্তার ফারুক। আমি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলাম।
অপরদিকে রাতুলের পরিবার শিক্ষক আক্তার ফারুকের অভিযোগ অস্বীকার করে বলেন, রাতুলের উপর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি (আক্তার ফারুক) বিচার দাবি করেও আবার রাতুলের উপর হামলা করলেন। স্থানীয়দের সমাধানের আগেই রাতুলের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালান মাদ্রাসা শিক্ষক আক্তার ফারুক।
এদিকে হামলার ঘটনায় রাতুল ও মাদ্রাসা শিক্ষক আক্তার ফারুক উভয়ই আহত হলে স্থানীয়রা তাদেরকে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। শিক্ষক আক্তার ফারুক’র অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল প্রেরণ করেন।