রবিবার, ১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন মাধ্যমিক শিক্ষক সমিতি নিবার্চন,তিন সাংবাদিকের লড়াই।।লালমোহন বিডিনিউজ
লালমোহন মাধ্যমিক শিক্ষক সমিতি নিবার্চন,তিন সাংবাদিকের লড়াই।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,ইব্রাহিম আকাশ,লালমোহন: লালমোহন মাধ্যমিক শিক্ষক সমিতির নিবার্চনে সহ -সাংগঠনিক, প্রচার প্রকাশনা ও মহিলা সম্পাদিকা পদে লড়েছেন তিন সাংবাদিক। এরা হলেন- লালমোহন প্রেসক্লাব সাধারন সম্পাদক ও হা- মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক দৈনিক যুগান্তর ও আজর্কের পরিবর্তন লালমোহন প্রতিনিধি, মো: জসিম জনি।মাধ্যমিক শিক্ষক সমিতির নিবার্চনে সহ- সাংগঠনিক সম্পাদক মনোনয়ন পএ ক্রয় করছেন। লালমোহন প্রেসক্লাব এর সদস্য এবং বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকা দৈনিক বিপ্লবী বাংলদেশ লালমোহন প্রতিনিধি, তপতী সরকার।মহিলা সম্পাদিকা পদে মনোনয়ন পএ ক্রয় করেছেন।হ্যালিপেট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও দৈনিক বরিশাল বার্তার লালমোহন প্রতিনিধি, শংকর মজমুদার। প্রচার ও প্রকাশনা পদে মনোনয়ন কিনেছেন।
আগামী ২০ এপ্রিল ২০১৮ লালমোহন মাধ্যমিক শিক্ষক সমিতি নিবার্চন অনুষ্ঠিত হবে ।