বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহন উপজেলা নির্বাহী অফিসার শামুসুল আরিফকে বিদায় সংবর্ধনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার শামুসুল আরিফকে বিদায় সংবর্ধনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. শামুসুল আরিফ এ বদলী হওয়ায় তাঁকে বিদায় সংবর্ধনা জানাতে ২৯ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়।
লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন মাষ্টার’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রভাষক কবি রিপন শান প্রমূখ।
এসময় বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ ২ বছর ৪ মাস সততা ও নিষ্ঠার সাথে কাজ করে লালমোহন উপজেলার সর্ব সাধারণের হৃদয়ে স্থান করে নিয়েছেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শামসুল আরিফ। তাই লালমোহনবাসী তাঁকে চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আবু তৈয়ব , মো. মঞ্জু, মাওলানা মো. নাজিম উদ্দিন , মোঃ শামিম মাষ্টার , মো. জুবায়ের, ফারহানা দিবা ও লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।