বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ইলিশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
ভোলায় ইলিশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,জুয়েল সাহা : ভোলায় ইলিশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষে মৎস্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকায় তুলাতুলি প্রথমিক বিদ্যালয়ে ওই স্কুলের শিক্ষক আলাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধনিয়া ইউনিয় পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইকোফিশ এর টেকনিক্যাল অফিসার খোকন চন্দ্র শীল, এ্যাসিস্টেন রিচার্জ এসোসিয়াড অফিসার অংকুর ইমতিয়াজ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন ইকোফিশ প্রকল্পের সহ সমন্বয়কারী সোহেল মাহমুদ।
এসময় বক্তব্যরা বলেন, ইকোফিশ প্রকল্প জেলেদের নিয়ে কাজ করছে। তাদের পাশে সব সময় রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে জেলেদের জাটকা ইলিশ সংরক্ষণ সম্পর্ক অবহিত করা হওয়ায় এখন জেলেরা ঝাটকা ইলিশ শিকার ও নিষেধাজ্ঞার সময় মাছ ধরতে নদীতে নামেনা।
এসময় প্রায় শতাধিক জেলে ও তাদের পরিবারের উপস্থিতিতে ১ বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট একটি মৎস্য ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।