বুধবার, ২৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » নির্বাচনের সময় প্রধানমন্ত্রী পদত্যাগ করলে দেশ চালাবে কে?- বিএনপিকে কাদের।। লালমোহন বিডিনিউজ
নির্বাচনের সময় প্রধানমন্ত্রী পদত্যাগ করলে দেশ চালাবে কে?- বিএনপিকে কাদের।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : আগামী একাদশ নির্বাচনের সময় প্রধানমন্ত্রী পদত্যাগ করলে কে দেশ চালাবে বিএনপির উদ্দেশ্যে এমন প্রশ্ন ছুড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার বেলা ১২ টার দিকে সচিবালয়ে নির্বাচনের সময় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বিএনপির এমন দাবির জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি কথায় কথায় বলছে নির্বাচনের সময় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে দেশ চালাবে কে? ফখরুল নাকি খালেদা জিয়া? প্রধানমন্ত্রীর পদত্যাগের বিএনপির দাবি গাঁজাখুরি। দেশে একটি সংবিধান আছে। সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।
তিনি বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো থেকেই নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। আর দুনিয়ার কোনো গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রী পদত্যাগ করে নির্বাচন দিচ্ছে এমন নজির নেই।