সোমবার, ২৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডে পুকুরের পানিতে ডুবে রিপা(৫) ও ফারজানা(৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার(২৬মার্চ) বেলা ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। রিপা ও ফারজানা দুই সহধর ভাইয়ের মেয়ে।
রিপা আছলামপুর ৮নং ওয়ার্ডের রহমান মাঝীর মেয়ে ও ফারজানা কাদের মাঝীর মেয়ে, রহমান মাঝী ও কাদের মাঝী দুজন আপন ভাই।
জানা গেছে, শিশু রিপা ও ফারজানা বাড়ির আঙ্গীনায় খেলছিল। এ সময় পরিবারের লোকজনের অগোচরে দুজনেই পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন খুঁজে না পেয়ে পুকুরে জাল মারলে জালের সাথে দুই শিশুর হাত ধরা অবস্থায় মৃত উদ্ধার করা হয়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু,এনামুল হক এ দূঘটনার তথ্য নিশ্চিত করেন।