
শনিবার, ১০ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন মা সমাবেশে মান সম্মত শিক্ষার উপর জোর দিলেন- এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন মা সমাবেশে মান সম্মত শিক্ষার উপর জোর দিলেন- এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু : লালমোহনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১০মার্চ শনিবার সকাল ১১ টায় সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে উপজেলা নির্বাহী অফিসার শাসছূল আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩, লালমোহন ও তজুমুদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে আন্তরিকতার সাথে মান সম্মত শিক্ষা প্রদান করতে শিক্ষকদের প্রতি অনুরোধ করেন। তিনি বলেন বর্তমান সরকার সকল স্তরের শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছে। আর্ন্তজাতিক মানের প্রযুক্তি নির্ভর শিক্ষায় আমাদের ভবিষ্যত প্রজম্ম যাতে পিছিয়ে না পড়ে সে দিকে নজর রেখে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আগামী প্রজম্মকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজকে ব্যাপক ভুমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে প্রাথমিক , মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষক, বিভিন্ন নারী সংগঠন, সুধী সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ,ভাইচ চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার , মহিলা ভাইচ চেয়ারম্যান মাসুমা খানম,ভারপ্রাপ্ত সম্পাদক দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন,পৌর আওয়ামীলীগের সম্পাদক বাদল পঞ্চায়েত,
জেলা পরিষদের সদস্য মনির হাওলাদার, মাকসুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার জালাল আহমেদ সহ বিভিন্ন নের্তৃবৃন্দু ।