শুক্রবার, ৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে হত্যা মামলার প্রধান আসামী আলাউদ্দিন গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে হত্যা মামলার প্রধান আসামী আলাউদ্দিন গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে বিকাশের ১৭ লাখ টাকা ছিনতাইয়ের প্রধান আসামী মো. আলাউদ্দিন কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে শশীভুষন থানার উত্তর চর মঙ্গল এলাকার ৬ নং ওয়ার্ড থেকে শশীভূষন থানা পুলিশের অফিছার ইনর্চাজ হানিফ সিকদারের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
থানা সুত্র জানা যায়, চরকলমী ইউনিয়নের উত্তর চরমঙ্গল গ্রামের ৬ নং ওয়ার্ডের মোশারেফ হোসেনের ছেলে আলাউদ্দিন । সে কয়েক বছর যাবৎ এলাকায় অপরাধের রাজত্ব করে আসছিল। ছিনতাই, চুরি, মাদক, হত্যা,অপহরন, মুক্তিপনসহ এমন কোন অপারাধই নাই যা তিনি করেন না। গত বছর চরফ্যাশনের এক বিকাশ কর্মীর কাছ থেকে ১৭ লাখ ৫হাজার টাকা ছিনতাই করে আলাউদ্দিন। টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ইতিপুর্বে ৪ জনকে গ্রেফতার করলেও মুল হোতা পলাতক ছিলেন আলাউদ্দিন । কিন্তু শেষ রক্ষা হলো না তার। গত বুধবার দিবাগত রাতে পুলিশের অভিযানে গ্রেফতার হন আলাউদ্দিন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) হানিফ সিকদার বলেন,গ্রেফতারকৃত আলাউদ্দিনকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে শশীভুষণ থানায় ২টি হত্যা, অপহরন, চুরি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে।