বুধবার, ৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে এমপি শাওনের সাথে মতবিনিময়।।লালমোহন বিডিনিউজ
ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে এমপি শাওনের সাথে মতবিনিময়।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,সাদির হোসেন রাহিম :লালমোহন উপজেলায় ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের এক আলোচনা ও মত বিনিময় সভার আয়োজন করে ভোলা জেলা অনলাইল প্রেসক্লাব।
এসময় ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের নেতাদের উদ্দেশ্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, অনলাইন গনমাধ্যম এখন বিশে^র শীর্ষ গনমাধ্যম। বর্তমান সরকার অনলাইন গনমাধ্যমকে গুরুত্বের সাথে বিবেচনা করে। শেখ হাসিনার সরকার সকল গনমাধ্যমকে তাদের স্বাধীনতা দিয়েছে। ভোলা জেলায় অনলাইন প্রেসক্লাবের প্রতিটি সদস্যকে আমি আন্তরিক মোবারক বাদ জানাই। ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের (আপনাদের) পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
তিনি আরো বলেন, আপনারা গঠনমুলক, বস্তু নিষ্ঠ ও সঠিক সংবাদ প্রচার করবেন বলে আশা করি। আপনাদের সংবাদের উপর ভিত্তি করেই জনগনের প্রত্যাশা নির্ভর করে এবং আপনারাই জাতীর দর্পন।
ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুর রহমান তুহিন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সরকারের রুপরেখাকে বাস্তবায়নে আমরা ভোলা জেলার অনলাইনে কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে সবার আগে বিশ^ দরবারে সঠিক সংবাদ পৌছে দিতে বদ্ধ পরিকর। তাই আমরা সকলের সহযোগিতা কামনা করি।
ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাগর চৌধুরী বলেন, আমরা আগামী দিনের সুন্দর এক পৃথিবীর স্বপ্ন দেখি বলেই অনলাইন গনমাধ্যমকে এগিয়ে নিতে চাই। দেশ, মাটি ও মানুষের কল্যানে অনলাইন গনমাধ্যমকে বিলিয়ে দিতে চাই। তাই সব ক্ষেত্রে সকলের সহযোগীতা একান্ত কামনা করি।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুস ছাত্তার, নুরে আলম, এনামুল হক রিংকু, মিজানুর রহমান, মো: আমজাদ হোসেন, কবি আমজাদ হোসেন, নজরুল ইসলাম শুভরাজ, মো: মাসুম বিল্লাহ, শাহিন খন্দকার, সাদির হোসেন রাহিম, নূরে আলম, মিজানুর রহমান লিপু, নজরুল ইসলাম জামাল সহ আরো অনেক অনলাইন গনমাধ্যম কর্মিরা।