সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » চরফ্যাশনের দুলারহাট স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসক সংকটে বঞ্চিত হচ্ছে সেবা ।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনের দুলারহাট স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসক সংকটে বঞ্চিত হচ্ছে সেবা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মেহেদিহান্নান, দুলারহাট : ভোলা জেলার দুলারহাট থানা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকট ও কমিউনিটি ক্লিনিক বেশির ভাগ বন্ধ থাকায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা।
একজন স্যাকমো ডাঃ দিয়ে চলছে হাসপাতালটির চিকিৎসা সেবা। এতে দুলারহাট থানার লক্ষাধিক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরেজমিনে স্যাকমো ডাঃ অফিস কক্ষে গিয়ে দেখা যায় রোগীদের শুধু হিষ্টাসিন,এন্টাসিড,এমোক্সোসিলিন ও আয়রন ট্যাবলেট দিয়ে সাধারণ চিকিৎসা দেয়া হচ্ছে। ডাক্তার সংকটের কারণে স্বাভাবিক সমস্যায় ও রোগীদের অন্যত্র ফিরিয়ে দেয়া হচ্ছে।
জানতে চাইলে স্যাকমো ডাঃ বলেন, এখানে কোন এমবিবিএস ডা: নেই। সরকার ডাক্তার নিয়োগ দিলেও কিন্তু তারা না থাকলে আমরা কি করবো?
অপরেকে হাসপাতালের শৌচাগারগুলোর ও বেহাল দশা।
একটি সুত্র জানায় রোগীর হাতে ব্যবস্থাপত্র ধরিয়ে দিয়ে বাইরে থেকে ওৗষধ কেনার জন্য বলা হচ্ছে। রোগীদের সাথে করা হচ্ছে দূর্ব্যবহার।
পরিচর্যার অভাবে কুকুর বিড়ালের অভয়াশ্রমে পরিণত হয়েছে হাসপাতালটি। একজন মাত্র স্যাকমো ডাঃ দিয়ে থানা কমপ্লেক্সটি দীর্ঘদিন যাবৎ খুঁড়িয়ে চললে ও সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টিগোচর হয়নি। স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সেবা বঞ্চিত রোগীগণসহ স্থানীয় সচেতন মহল।