রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ভোলা জেলা প্রশাসকের কাছে বিএনপি’র স্মারকলিপি প্রদান।। লালমোহন বিডিনিউজ
ভোলা জেলা প্রশাসকের কাছে বিএনপি’র স্মারকলিপি প্রদান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুজ্জামান শাহীন,ভোলা : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে দলটির নেতাকর্মীরা।
রবিবার বেলা ১১টার দিকে পুরান ভোলা নতুন বাজারস্থ জেলা প্রশাসকের কার্যালয়ে ভোলা জেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব গোলাম-নবী আলমগীর এর নেতৃত্বে স্মারকলিপি প্রদান করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
এ সময় ভোলা জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন স্মারকলিপি গ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব এডঃ মোজাম্মেল হক, সিনিয়র সহ-সভাপতি জনাব আমিনুল ইসলাম খান,যুগ্ম সাধারন সম্পাদক জনাব হুমায়ুন কবির সোপান,যুগ্ম সম্পাদক হাসান তৌফিক রিহিন,সাংগঠনিক সম্পাদক জনাব এনামুল হক,সদর থানা বিএনপির সাধারন সম্পাদক জনাব মফিজুল ইসলাম মিলন, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক জনাব মোঃ হেলাল উদ্দিন,জেলা জাতীয়তিবাদী আইনজীবি ফোরামের সাধারন সম্পাদক এডঃ আলহাজ্ব সালাহউদ্দিন হাওলাদার,জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নেতা এডঃ আমিরুল ইসলাম বাসেত,পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন,সদর থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিন নিক্সন প্রমূখ।
এদিকে বিএনপি নেতারা জানান, সকাল সাড়ে ১০ টা দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ভোলা জেলা বিএনপির নেতাকর্মীরা আলহাজ্ব গোলাম নবী আলমগীরের নেতৃত্বে প্রবেশ করতে গেলে পুলিশ বাঁধা প্রদান করে,পরে জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর অনুরোধে পুলিশ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশের অনুমতি দেন।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারর্পারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান।