বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | ধর্ম-কর্ম | শশীভূষণ | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় সর্বপ্রথম নারী কোরআন শিক্ষা প্রতিষ্ঠান “খাদিজাতুুল কোবরা (রা:) বালিকা মাদ্রাসা”।। লালমোহন বিডিনিউজ
ভোলায় সর্বপ্রথম নারী কোরআন শিক্ষা প্রতিষ্ঠান “খাদিজাতুুল কোবরা (রা:) বালিকা মাদ্রাসা”।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মেহেদীহান্নান, চরফ্যাশন : ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় এই সর্ব প্রথম ধর্মীয় নারী কোরআন শিক্ষা প্রতিষ্ঠান খাদিজাতুুল কোবরা (রাঃ) বালিকা মাদ্রাসা।
প্রতিষ্ঠানটি ২০১৩ সালে স্থাপিত হয়।
মাদরাসা প্রধান হাফেজ মাওলানা মুফতি মাসুম বিন আবুল ফাতাহ বলেন, খাদিজাতুল কোবরা মাদরাসা ১৬ জন অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা ধারা পরিচালিত হচ্ছে। মাদ্রাসায় ৮ জন নারী শিক্ষিকা ও ৮ জন পুরুষ শিক্ষক শিক্ষার্থীদের খুবই যত্ন সহকারে পবিত্র কোরআন শিক্ষা দিচ্ছেন।
আবাসিক/অনাবাসিক সহ মোট ১৭০ জন ছাত্রী আছেন অত্র মাদরাসায়।
ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহম করে আমি চরফ্যাশন খাদিজাতুল কোবরা (রাঃ) বালিকা নারী কোরআন শিক্ষা প্রতিষ্ঠান একটি সুনাম ধন্য নারী কোরআন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবো বলেও জানান প্রতিষ্ঠানটির প্রধান হাফেজ মাওলানা মুফতি মাসুম বিন আবুল ফাতাহ।