সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন থানায় নতুন ওসি মীর খায়রুল কবির’র যোগদান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন থানায় নতুন ওসি মীর খায়রুল কবির’র যোগদান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহন থানায় নতুন ওসি হিসেবে যোগ দিয়েছেন ভোলা সদর থানার ওসি মীর খায়রুল কবীর।
গত মাসে লালমোহন থানার ওসি হুমায়ুন কবীরের বদলী হলে ওই পদে ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবীর যোগদান করেন।
প্রশাসনের প্রতি আস্থা হারানো লালমোহনবাসী কে কি তাদের আস্থা ও ন্যায় সেবা ফিরিয়ে দিতে পারবেন বর্তমান ওসি খায়রুর কবির? এমন গুঞ্জন এখন জনমনে।
উল্লেখ যে, সদ্য বদলী হওয়া লালমোহন থানার আলোচিত/সমালোচিত ওসি হুমায়ুন কবির কর্তৃক নির্যাতন, নীপিড়নের শিকার হয়েছিলেন উপজেলার সাধারণ মানুষ। তার অপমান ও লাঞ্চনা থেকে বাদ পরেননি স্থানীয় সংবাদকর্মীগণ ও। তার নানাবিধ অপকর্মের কারণে প্রশাসনের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছিল স্থানীয় সাধারণ মানুষ। তিনি কর্মরত থাকাকালীন নির্যাতিত, নিপীড়িতরা ভয়ে মুখ না খুললে ও তার বদলী হওয়ার সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের বিভিন্ন দিক তুলে ধরে ক্ষোভ ও ধিক্কার জানায় তারা।
একজন হুমায়ুন কবিরের জন্য প্রশাসনের প্রতি জনমনে দেখা দেয় আস্থার সংকট।
সেই সময়ে বর্তমান ওসি খায়রুল কবির’র যোগদান।
আস্থা সংকট জনমনে সু-শাসন প্রতিষ্ঠা ও জনগণের প্রাপ্য ন্যায্য সেবা দিয়ে, অপরাধীদের জন্য আতংক এবং নিরপরাধীদের বন্ধু হয়ে প্রশাসনের প্রতি হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবেন ওসি খায়রুল কবির, এমনটাই প্রত্যাশা করছেন সচেতন মহল।