শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ওকালতনামায় খালেদা জিয়ার স্বাক্ষর, রায় কপি পেলে রোববার আপিল।। লালমোহন বিডিনিউজ
ওকালতনামায় খালেদা জিয়ার স্বাক্ষর, রায় কপি পেলে রোববার আপিল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের জন্য ওকালতনামায় স্বাক্ষর করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিচারিক আদালতের রায়ের সার্টিফায়েড কপি পেলে রোববারেই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হবে বলে জানান খালেদার আইনজীবীরা। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, খালেদা জিয়ার আইনজীবী হিসেবে আমরা গতকালকেই (বৃহস্পতিবার) ওনার ওকালতনামায় স্বাক্ষর নিয়ে এসেছি। কারা কতৃপক্ষ ওকালতনামা সত্যায়ন করেছেন। এখন রায়ের সার্টিফায়েড কপি পেলে রোববারের মধ্যেই হাইকের্টের সংশ্লিষ্ট শাখায় আপিল ফাইল করা হবে। খালেদা জিয়ার প্রধান আইনজীবী আব্দুর রেজাক খান বলেন, রায়ের সার্টিফায়েড কপি পেলে রোববারেই আপিল করা হবে।