বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » মুক্তমত | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » যুদ্ধাপরাধীদের ছাঁ-পোনারা লীগ-বিএনপি-জাপার ঘাড়ে-এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী।। লালমোহন বিডিনিউজ
যুদ্ধাপরাধীদের ছাঁ-পোনারা লীগ-বিএনপি-জাপার ঘাড়ে-এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : নতুনধারা বাংলাদেশ-এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জঙ্গী- দেশবিরোধী ও একাত্তরের যুদ্ধাপরাধীদের ছাঁ-পোনারা আ’লীগ-বিএনপি-জাপার ঘাড়ে চেপে বসেছে।
তাই কথায় কথায় এখন খুন-ধর্ষণ-ছিনতাই আর দুর্নীতির ঘটনা ঘটছে।
নতুন প্রজন্ম এই বর্তমানের উত্তরণে নিবেদিত থেকে কাজ করে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখলে আগামী নির্বাচনে ১০০ আসনে নতুনধারার রাজনীতিকদের সাথে জনগণ ঐক্যবদ্ধ হবেই।
৭ ফেব্রুয়ারী সকাল ১০ টায় নির্মল সেন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম মেম্বার আহমেদুল কবির খান কিরণ, এ্যাডভোকেট ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সিনিয়র যুগ্ম মহাসচিব মাহামুদ হাসান তাহের, যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান, মনির জামান, উপ কোষাধ্যক্ষ আলতাফ হোসাইন রায়হান, দানেশ খান, এসএম সুলতান, লুবনা আক্তার প্রমুখ।
বক্তারা এসময় আরো বলেন, মোমিন মেহেদীর নেতৃত্বে ৩১ ডিসেম্বর নতুনধারার রাজনীতিকদের ঐক্যবদ্ধতায় আগামী নির্বাচনে অংশ গ্রহণের জন্য নির্বাচন কমিশনের Representation of the People order, 1972 (P.O.No.155 of 1972) এর Article 90A এর অধীন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সকল শর্ত মেনে নতুনধারা বাংলাদেশ-এনডিবি নিবন্ধনের জন্য আবেদন করেছে। আমাদের এই রাজনৈতিক আন্দোলনকে এগিয়ে নিতে ‘নির্বাচন কমিশন’ নিবন্ধন দেবে এবং জামায়াত ইসলামকে নিষিদ্ধ করবে।