বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | মনপুরা | রাজনীতি | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে বিএনপি নেতাকর্মীদের বাড়ি পুলিশী তল্লাশী, গ্রেফতার আতংকে নেতাকর্মীরা।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে বিএনপি নেতাকর্মীদের বাড়ি পুলিশী তল্লাশী, গ্রেফতার আতংকে নেতাকর্মীরা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, স্টাফ রির্পোটার : গ্রেফতার আতঙ্কে বাড়ি ছেড়ে আত্মগোপনে চরফ্যাশন বিএনপি ও অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী।
৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে পুলিশের অভিযানে চরফ্যাশন বিএনপি নেতাকর্মীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশী অভিযানে গত সোমবার থেকে বুধবার বিকাল পর্যন্ত বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি’র ৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে উপজেলা বিএনপির মিটিং মিছিল ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আ’লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী।
চরফ্যাশন শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে পুলিশের টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বেশকিছু গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা তল্লাশি (চেকপোস্ট) বসানো হয়েছে।
জানা যায়, সোমবার বিকাল থেকে পুলিশ চরফ্যাশন পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে টহলে রাখা হয়েছে। এছাড়াও বাস স্টেশনগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
এদিকে নাশকতার অভিযোগে গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। নাশতকার অভিযোগে বুধবার বিকাল পর্যন্ত চরফ্যাশন,শশীভূষন ও দক্ষিণ আইচা থানা পুলিশ ৫ জনকে আটক করেছে।
চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া জানান, শান্তিপূর্ণ পরিবেশের মধ্যেও পুলিশ উপজেলা সদরসহ ২১টি ইউনিয়নের প্রতিটি নেতাকর্মীর বাড়ি বাড়ি গিয়ে তল্লাশীর নামে নেতাকর্মীদের হয়রানী করছে। গোটা চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও পুলিশ মিলে এক অজানা আতঙ্কে সৃষ্টি করেছে। এছাড়া আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে বিএনপির ৫ নেতাকর্মীকে আহত করেছে। তিনি আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় আহত ও পুলিশী অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসব অভিযোগ সম্পর্কে চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা কোন প্রকার হামলার সাথে জড়িত নয়।
এ বিষয়ে চরফ্যাশন,শশীভূষন ও দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জগণ বলেন, পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টের আসামীদের ধরছেন। এছাড়া আন্দোলনের নামে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে ও জানান তারা।