মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সরকার গণতন্ত্রকে কঙ্কালে পরিণত করেছে- রিজভী।। লালমোহন বিডিনিউজ
সরকার গণতন্ত্রকে কঙ্কালে পরিণত করেছে- রিজভী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ৮ ফেব্রুয়ারির রায়কে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ওপর চূড়ান্ত ক্র্যাকডাউন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, সারাদেশে এখন পর্যন্ত বিএনপির ১১০০ শতাধিক নেতাকর্মী গ্রেফতার করেছে।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সন্ধান দাবি করেন রিজভী। তাকে আটক করা হলে বা না হলেও অবস্থান পরিষ্কার করতে বলেন তিনি।
রিজভী বলেন, দেশকে আদর্শ পুলিশী রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হয়েছে সরকার। এ সরকার গণতন্ত্রকে কঙ্কালে পরিণত করেছে।