মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ভিআইপিদের আলাদা লেন তৈরির প্রস্তাব আলোচনা হয়নি মন্ত্রিসভায়-আইনমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
ভিআইপিদের আলাদা লেন তৈরির প্রস্তাব আলোচনা হয়নি মন্ত্রিসভায়-আইনমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন রাজধানীর সড়কে ভিআইপিদের জন্য আলাদা লেন তৈরির কোনো প্রস্তাব নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়নি। ভিআইপিদের জন্য আলাদা লেন তৈরির কোনো চিন্তাও সরকারের নেই।
গতকাল সোমবার মন্ত্রিসভায় সড়কে ভিআইপিদের জন্য আলাদা লেন তৈরির প্রস্তাব দেয়া হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিকমাধ্যমে এর কড়া সমালোচনা হয়।
এ সমালোচনার জবাবে আজ মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক জানান, মন্ত্রিপরিষদে এ ধরনের কোনো প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি।
সম্প্রতি রাজধানীর সড়কগুলোতে ভিআইপিদের চলাচলের জন্য আলাদা লেন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে একটি প্রস্তাব পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। বিশেষ ওই লেনে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার যানবাহনও চলাচলের সুযোগ থাকবে বলে প্রস্তাবে বলা হয়।
গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে এ বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
এ সময় আলাদা লেন তৈরির প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, ‘ভিআইপিরা ডান দিক যায়, রাস্তার উল্টা দিক দিয়ে যায়। নানা রকমের ঝামেলা হয়। ভিআইপিদের অনেক সময় যাওয়া লাগে।’
তিনি আরও বলেন, ‘অনেক দেশেই ভিআইপিদের জন্য আলাদা লেন আছে। আমাদের দেশেও সেটি করা যায় কিনা…।’
তবে সড়কে ভিআইপিদের জন্য আলাদা লেন তৈরির প্রস্তাবের খবর প্রকাশের পর থেকে সামাজিকমাধ্যমে এর তীব্র সমালোচনা হয়।
এ প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, ভিআইপি লেন তৈরির মানসিকতারই গ্রহণযোগ্যতা নেই। তিনি বলেন, ‘যেখানে আমজনতার জন্যই বাসের লেন দিতে পারছি না, সে জায়গায় ভিআইপি মুভমেন্টের জন্য আলাদা লেন বাস্তবায়নযোগ্য নয়। সমাধান দিতে না পেরে আমরা যদি নিজেরাই প্রায়োরিটি নিয়ে নিই, তা হলে তো হিতেবিপরীত হবে।’