সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » আন্তর্জাতিক | জেলার খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » প্রধানমন্ত্রীর সঙ্গে সুইস প্রেসিডেন্টের বৈঠক।। লালমোহন বিডিনিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সুইস প্রেসিডেন্টের বৈঠক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেত। আজ সোমবার দুপুর ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দু’নেতার মধ্যে বৈঠকটি শুরু হয়। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পৌঁছালে তাকে সুইস প্রেসিডেন্টকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পরে শিমুল হলে তারা বৈঠকে বসেন। একান্ত বৈঠক শেষে তাদের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ বিবৃতি দেবেন প্রধানমন্ত্রী হাসিনা ও প্রেসিডেন্ট বারসেত।
চারদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল রোববার দুপুরে বাংলাদেশে আসেন সুইস প্রেসিডেন্ট।