রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | দক্ষিণ আইচা | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে শশীভূষনের হযরত মাওলানা আঃ মালেক হুজুর অসুস্থ, সকলের কাছে দোয়া কামনা।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাসনে শশীভূষনের হযরত মাওলানা আঃ মালেক হুজুর অসুস্থ, সকলের কাছে দোয়া কামনা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাসনের শশীভূষনের শ্রদ্ধেয় আলহাজ¦ হযরত মাওলানা আঃ মালেক হুজুর অসুস্থ সকলের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন। গত ৩১ জানুয়ারী সকাল সাড়ে ৮ দিকে এওয়াজপুর হুজুরের মাদ্রাসার খাসকামরায় হঠাৎ ব্রেইন ষ্ট্রোক করেন। সাথে সাথে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতারে নেওয়া হলে কতর্বরত ডাক্তার ঢাকা শেরেবাংলা নগর ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে রেফার করেন।
বর্তমানে তিনি ঢাকা শেরেবাংলা নগর ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালের ৬ তালায় ৪ নম্বর রুমে ২২ নম্বর সিটে ডাক্তার বদরুল আলমের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
হুজুরকে আল্লাহতালা যেন তারাতারী সুস্থতা নছিব এ জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন তার সেজো ছেলে মুফতি আঃ কাদের।