রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » খালেদা জিয়ার সিলেট সফর, নেতাকর্মীদের বাড়িতে তল্লাশীর অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
খালেদা জিয়ার সিলেট সফর, নেতাকর্মীদের বাড়িতে তল্লাশীর অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সফরের এ খবরে সিলেটের পুলিশ প্রশাসন তৎপর হয়ে উঠেছে। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারে তাদের বাসা বাড়িতে অভিযান ও তল্লাশী চালাচ্ছে পুলিশ। এ অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
রোবরার দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ অভিযোগ করা হয়।
নেতারা বলেন, এমনিতেই বিএনপি নেতাকর্মীদের বাসা-বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবার রাতে বিভিন্ন এলাকায় বসবাসকারী নেতাকর্মীদের বাসায় আরো বেশি তল্লাশি চালানো হয়। এছাড়া সিলেটে মাইক ব্যবহারেরও অনুমতি দিচ্ছে না পুলিশ।
মতবিনিময় সভায় নেতারা আরো বলেন, সোমবার সকালে ঢাকা থেকে গাড়ির বহর নিয়ে সড়কপথে সিলেট সফরে বের হবেন খালেদা জিয়া। সিলেট পৌঁছে ওইদিনই তিনি হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে তিনি রাতে সিলেটে অবস্থান করবেন। পরদিন ঢাকায় ফিরবেন।
মতবিনিময় সভা থেকে জানানো হয়, বিএনপি চেয়ারপা নের এই সফর নির্বাচন কেন্দ্রিক নয়। শুধুমাত্র মাজার জিয়ারতের জন্য সিলেট আসছেন। তার সফর উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি নেই।
বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।