বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » প্রশ্নপত্র ফাঁস হয়েছে, খবর জানলে পরীক্ষা বাতিল করা হবে- শিক্ষামন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
প্রশ্নপত্র ফাঁস হয়েছে, খবর জানলে পরীক্ষা বাতিল করা হবে- শিক্ষামন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ পাওয়া মাত্রই পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি গভঃ ল্যাবরেটারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ও সমমানের পরীক্ষা হল পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রশ্নপত্র ফাঁস হয়েছে, খবর জানলে পরীক্ষা বাতিল করা হবে। যথা সময়ে পরীক্ষা শুরু হয়ে গেছে।
তিনি বলেন, পরীক্ষাকে নির্বিঘ্ন করতে ও প্রশ্ন ফাঁস ঠেকাতে যা করা সম্ভব তাই আমরা করেছি।
আমরা বিভিন্ন কৌশলে এই প্রশ্নফাঁস ঠেকাতে কাজ করছি।
মন্ত্রী বলেন, কেউ যদি প্রশ্ন ফাঁস করে তবে তার কি শাস্তি হতে পারে তা আমি নিজেও কল্পনা করতে পারি না।
অভিভাবকদের কাছে আমার আবেদন, অনৈতিক কাজে আপনারা নিজেদের জড়িয়ে ফেলবেন না।