বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » মুক্তমত | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » দমনমূলক শাসনের জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন-বাম দলের সম্মেলনে বক্তারা।। লালমোহন বিডিনিউজ
দমনমূলক শাসনের জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন-বাম দলের সম্মেলনে বক্তারা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা বলেছেন, বিরোধী দলকে মত প্রকাশে বাধা ও মামলা দিয়ে নিয়ন্ত্রণে আনতেই সরকার ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করছে। সরকার সীমাহীন দুর্নীতি করলেও তার প্রতিবাদী মুখকে বন্ধ করতেই এ আইন। দেশের জনগণকে দমন করে শাসন করার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইনে ৩২ ধারা সংযুক্ত করা হয়েছে। এই আইন ব্লাসফেমি আইনের চেয়েও ভয়াবহ। বৃহস্পতিবার রাজধানীর পল্টনে মুক্তিভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে সিপিবির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সরকার যে আইন বানাতে যাচ্ছে তা কালো আইনের বদলে কুচকুচে কালো আইন হবে।