বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | মনপুরা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ভোলার মনপুরায় ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত।। লালমোহন বিডিনিউজ
ভোলার মনপুরায় ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি।:ভোলার মনপুরায় ছাত্রদলের ৩ টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা ছাত্রদলের সভাপতি শাহজালাল (আল আমিন) ও সাধারন সম্পাদক নুর আলম শামীম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়। উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর গঠনতন্ত্র মোতাবেক মনপুরা উপজেলা ছাত্রদলের অধিনস্ত ১ নং মনপুরা ইউনিয়ন, ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন ও ৪ নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় ছাত্রদলকে আধুনিক, যুগোপযোগী ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢেলে সাজানোর লক্ষে উক্ত কমিটিগুলো বিলুপ্ত ঘোষনা করা হলো। এবং অতি সত্ত্বর গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নতুন গঠন করা হবে। পরবর্তী কোন নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবত থাকবে। এব্যাপারে উপজেলা ছাত্রদল সভাপতি শাহজালাল আল আমীন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মনপুরা উপজেলার ৩ টি ইউনিয়নের ছাত্রদলের কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় উক্ত তিনটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে।