মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় জেলা পুলিশের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ।। লালমোহন বিডিনিউজ
ভোলায় জেলা পুলিশের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় জেলা পুলিশের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৫ শতাধিক দরিদ্রদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে এ শীতবন্ত্র বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহামুদ, অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিয়াজুল কবির, ভোলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক বাংলার কন্ঠ পত্রিকার সম্পাদক এম. হাবীবুর রহমান, প্রেস ক্লাবের সবেক সহ-সভাপতিসহ ভোলার বিভিন্ন থানায় দায়িত্বেরত অফিসার ইন-চার্জ ও পুলিশের সদস্যবৃন্দ।