শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জাতীয় | ধর্ম-কর্ম | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বিশ্ব ইজতেমা, আখেরি মোনাজাত হবে বাংলা ভাষায়।। লালমোহন বিডিনিউজ
বিশ্ব ইজতেমা, আখেরি মোনাজাত হবে বাংলা ভাষায়।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : এ বছর বিশ্ব এজতেমার আখেরি মোনাজাত ও বয়ান বাংলায় প্রদান করা হবে। গতকাল রাতে তাবলীগের শীর্ষ মুরব্বীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। টঙ্গীর তাবলীগের মুরব্বী গিয়াসউদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন। এবারের বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের আগে হেদায়েতি বয়ান পেশ করবেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। আর আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের কাকরাইল মারকাজের মুরব্বী মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের। এ বছর অনুষ্ঠিত হচ্ছে ৫৩তম বিশ্ব এজতেমা।
এর প্রথম ধাপের সমাপ্তি হবে আগামীকাল। এরপর আগামী ১৯শে জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। ২১শে জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শেষ হবে।