শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ডিএনসিসি উপনির্বাচন, মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ ।। লালমোহন বিডিনিউজ
ডিএনসিসি উপনির্বাচন, মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আজ শনিবার সকাল থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ফরম কিনতে নগদ ২৫ হাজার টাকা দলের তহবিলে জমা দিতে হবে। আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত ফরম বিক্রি হবে। আওয়ামী রীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৬ই জানুয়ারি গণভবনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী বাছাই করা হবে।
এ পর্যন্ত ব্যবসায়ী আদম তমিজি হক ও রাসেল আশিকী আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে ফরম কিনেছেন।