সোমবার, ১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | মনপুরা | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » মনপুরা হাসপাতাল, ডাক্তারগণ ব্যস্ত থার্টি ফাস্ট নাইটে, বেডে কাতরাচ্ছেন রোগীরা ।। লালমোহন বিডিনিউজ
মনপুরা হাসপাতাল, ডাক্তারগণ ব্যস্ত থার্টি ফাস্ট নাইটে, বেডে কাতরাচ্ছেন রোগীরা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার, নার্স ও ষ্টাপগণ ইংরেজি নতুন বছর উদযাপন করতে হাসপাতাল খালী রেখে নদীর পাড়ে “থার্টি ফাস্ট নাইট” এর নাচ গান উপভোগ করছেন।
অপরদিকে হাসপাতালে আসা রোগীগণ ডাক্তার না থাকায় পরেছেন বিপাকে। ডাক্তার শূণ্য হাসপাতালের রোগীদের দূর্দশার চিত্র তুলে ধরে স্থানীয় একজন সংবাদকর্মী ফেজবুকে পোস্ট করেন।
চিত্রে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে রোগীদের পাশে বিড়াল শুয়ে আছে। অপর একটি চিত্রে নার্স শূণ্য ডিউটি রুম ও রোগীদের বেডে টুকরো কাগজে মোবাইল নাম্বার লিখে দিয়ে হাসপাতাল ত্যাগ করে নদীর পাড়ে নাচ গান নিয়ে ব্যস্ত ডাক্তার, নার্সসহ পুরো হাসপাতাল ষ্টাপগণ।
স্থানীয় ওই সংবাদকর্মীর দেয়া পোষ্টের নিচে কমেন্টস এ ক্ষোভে ফেটে পরেছেন সাধারণ মানুষ।
রোগীদের বেডে ফেলে রেখে থার্টি ফাষ্ট নাইট নিয়ে ব্যস্ততা, হাসপাতাল কতৃপক্ষের এমন অবহেলা ও উদাসীনতায় হতবাক সচেতন মহল।