বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিন অটো-কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত-১, আহত- ৪।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিন অটো-কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত-১, আহত- ৪।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ ,বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা-চরফ্যাশন সড়কে অটো-কাভার্ড ভ্যান ধাক্কায় অটোরিক্সার ১ যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহতের নাম ফরিদা বেগম (৬০), সে বোরহানউদ্দিন পক্ষিয়া ৮নং ওয়ার্ডের আবদুল বারেক মিয়ার স্ত্রী। আহত ৪ জনের মধ্যে ১ জন নিহতের ছোট বোন ইয়াসমিন বেগম (৪৮)। বাকি ৩ জন পার্শ্ববর্তী ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনাটি ঘটেছে বোরহানউদ্দিন উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন বাকলাই বাড়ীর দরজায় ভোলা-চরফ্যাশন সড়কে বুধবার বিকাল ৫ টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চরফ্যাশন থেকে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে ভোলা থেকে আসা অটোরিক্সাকে স্বজোরে ধাক্কা দিলে অটোরিক্সা উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ফরিদা বেগমকে মৃত ঘোষনা করেন। এসময় উত্তেজিত জনতা কাভার্ড ভ্যানটিকে আটক করে ভাংচূড়ের চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশের উপ-পরিদর্শক এস.আই আজিজুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে, পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।