মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বিএনপি যতো কথাই বলুক, ক্ষমতাসীন দলের অধীনেই নির্বাচন - তোফায়েল ।। লালমোহন বিডিনিউজ
বিএনপি যতো কথাই বলুক, ক্ষমতাসীন দলের অধীনেই নির্বাচন - তোফায়েল ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : পৃথিবীর সব দেশেই ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়ে থাকে। বিএনপি যতো কথাই বলুক; আগামী নির্বাচন হবে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে এবং সেই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর বাইরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সংসদ রেখেই নির্বাচন হবে, কারণ সংবিধান অনুসারে এ সংসদের মেয়াদ রয়েছে ২০১৯ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত। সুতারাং বর্তমান সংসদও থাকবে, নির্বাচনও হবে।
এ সময় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।