শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » চার মাস নিখোঁজ থাকা কল্যাণ পার্টির মহাসচিব গুলসানে গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
চার মাস নিখোঁজ থাকা কল্যাণ পার্টির মহাসচিব গুলসানে গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : নিখোঁজ থাকার প্রায় চার মাস পর কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার শাহজাদপুরের প্রগতি সরণি থেকে তাকে উদ্ধার করা হয়।
সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। পরে গুলশান থানায় একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ২৭শে আগস্ট রাতে নয়া পল্টনের নিজ বাসা থেকে বের হয়ে সাভারে নিজ বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন তিনি। তার নিখোঁজ হওয়ার পছেনে সরকারের হাত রয়েছে বলে সন্দেহ করে আসছিলো দলটির নেতারা।
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, আমিনুর রহমানকে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।