বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় যুব অলম্পিক গেমসে হ্যান্ডবল ফুটবলে ভোলা ও চরফ্যাশন বিজয়ী।।লালমোহন বিডিনিউজ
ভোলায় যুব অলম্পিক গেমসে হ্যান্ডবল ফুটবলে ভোলা ও চরফ্যাশন বিজয়ী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা ভোলা : ভোলায় বাংলাদেশ যুব অলম্পিক গেমসের চতুর্থ দিনে বৃহস্পতিবার প্রথম ইভেন্টে সেমিফাইনালে হ্যান্ডবল (তরুন) খেলায় ভোলা সদর উপজেলা চরফ্যাশন উপজেলাকে ৮-৫ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে ভোলা সদর উপজেলা। এছাড়াও দিনের পরের ইভেন্টে ফুটবল (তরুন) খেলায় চরফ্যাশন উপজেলা তজুমদ্দিন উপজেলাকে ৪-১ গোলে হারিয়েছে চরফ্যাশন উপজেলা। এবং এরপরে ইভেন্টের ফুটবল (তরুন) সেমিফাইনাল ম্যাচে ভোলা সদর উপজেলা চরফ্যাশন উপজেলাকে ৪-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে ভোলা সদর উপজেলা। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর সোমবার সকালে ভোলার শহরের গজনবী স্টেডিয়ামে বাংলাদেশ অলম্পিক এসোসিয়ান এর আয়োজনে ও ভোলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মাঠে বেলুন উড়িয়ে ও মশাল জ্বালিয়ে এ গেমসের উদ্বোধন করেন প্রধান অতিথি ভোলা জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন। ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৪ ডিসেম্বর পর্যন্ত কাবাডি, ব্যাডমিন্টন, বক্সিং, ফুটবল, দাবা, হ্যান্ডবল এবং এ্যাথলেটিক্সসহ মোট ৫৬টি খেলা অনুষ্ঠিত হবে। এতে জেলার ৬ উপজেলা অংশগ্রহণ করছে।