বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » হাইকোর্টের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ।। লালমোহন বিডিনিউজ
হাইকোর্টের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে আজও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় দায়িত্বরত বেশ কয়েকজন সাংবাদিক আহত ও ফটো সাংবাদিকের ক্যামেরা ভাংচুরের শিকার হয়।
জানা গেছে, সংঘর্ষের মাঝে পড়ে পূর্ব পশ্চিম নিউজের ফটো সাংবাদিক জীবন আহমেদের ক্যামেরা ভাংচুর করা হয়। হাইকোর্টের সামনে এই ঘটনা ঘটেছে।
টানা তৃতীয় দিনের মতো আজ বৃহস্পতিবার ঢাকার বকশী বাজারের স্থাপিত বিশেষ জজ আদালতে জিয়া অরফারেনজ দুর্নীতির মামলায় যুক্তিতর্কে অংশ নিতে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
আদালতে হাজিরা শেষে বাসভবনে ফেরার সময় তার গাড়িবহর হাইকোর্টের সামনে আসলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংর্ঘষ হয়। পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়ে মারে। পুলিশও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়। এসময় ইটের আঘাতে কয়েকজন সাংবাদিক ও ফটো সাংবাদিক আহত হয়েছে। তবে সেখান থেকে পুলিশ কাউকে আটক করেনি। পরে পুলিশের বাধায় বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ী বহর তার গুলশানের বাসভবনের উদ্দেশ্যে হাইকোর্ট এলাকা ত্যাগ করে।