বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় জেলেকে পিটিয়ে আহত ।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় জেলেকে পিটিয়ে আহত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার চর মুজ্জাম্মেল এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোঃ আইয়ুব মাঝি নামে এক জেলে। আহত আইয়ুব তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাজীকান্দি গ্রামের বাসিন্দা। আহত আইয়ুব মাঝি জানান, নৌকায় মাল্লা হিসাবে কাজ করার জন্য চরের বাসিন্দা মোঃ জাফর তার কাছ থেকে ৩০ হাজার ৫ শত টাকা নেয়। কিন্তু জাফর কাজও করছেনা, টাকাও ফেরত দিচ্ছেনা। মঙ্গলবার দুপুরে জাফরের কাছ থেকে টাকা আনতে চরের দুলাল বাজার এলাকায় যায় আইয়ুব মাঝী। কথা কাটাকাটির এক পর্যায় জাফরের আত্মীয় মোঃ মোমিন ও শাকিলসহ কয়েকজনে লোহার রড ও লাঠিসোটা নিয়ে এলোপাতারি পিটিয়ে আহত করে ফেলে রাখে। পরে বাবুল মাঝীসহ কয়েক জন মিলে তাকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।