বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ওলামালীগ আহবায়ক মাওঃ মতিনের উপর সন্ত্রাসী হামলা ।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে ওলামালীগ আহবায়ক মাওঃ মতিনের উপর সন্ত্রাসী হামলা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী ওলামালীগ আহবায়ক মাওঃ আঃ মতিনের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে।
গতকাল ১৯ ডিসেম্বর চরমোজাম্মলে দখলদার লাঠিয়াল বাহিনী চাঁদার দাবীতে তার উপর এ হামলা চালায় বলে জানায় তার পরিবার।
বর্তমানে তিনি তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মাও আঃ মতিন জানান, কিছুদিন আগে এমপি মহোদয়ের কাছে অভিযোগ দিয়ে দক্ষিণ খাশেরহাটের কয়েকটি রুটের টেম্পুস্ট্যান্ড থেকে হেলালউদ্দিন দর্জির চাঁদাবাজী বন্ধ করা হয়।
মঙ্গলবার ধান কাটার জন্য চরমোজাম্মল গেলে, চাঁদাবাজি বন্ধের জের ধরে হেলাল দর্জির নির্দেশে তার ভাই জামাল, মহিউদ্দিন, মান্নান, বাচ্ছু সহ ১০/১৫ জন মিলে লাঠিসোটা নিয়ে আমার উপর সন্ত্রাসী হামলা চালায়।
রাতে হত্যার উদ্দেশ্য ক্লাবে অবরুদ্ধ করে রাখে এবং ৬ লক্ষ টাকা ক্ষতিপুরন বাবদ চাঁদা দাবী করে।
পরবর্তীতে স্থানীয় অজিউল্যাহ মাঝি রাতে লোকজন নিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বলে ও জানান হামলার শিকার মাও. মতিন।
এ ব্যাপারে তজুমদ্দিন থানায় অভিযোগ দেয়া হয়েছে।
সুত্র: সাদী নিউজ