সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » ঢালচরে কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
ঢালচরে কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,সিরাজ মাসুদ: চরফ্যাসন উপজেলার বিছিন্ন চর ঢালচরে কৃষকলীগের সম্মেল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সালাম হাওলাদার বাজারের ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন পৌর মেয়র শ্রী বাদল কৃঞ্চ দেবনাথ ।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকলীগের উপজেলা সভাপতি আবুল কাশেম মেলেটারী , জেলা পরিষদের সদস্য অধ্যাপক আহমেদ উল্যাহ , উপজেলা মৎসলীগের সভাপতি মোঃ শফিউল্যাহ পালোয়ান, সম্পাদক মোঃ মফিজুল ইসলাম পাটওয়ারী, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াত মহাজান।
এ ছাড়াও প্যানেল চেয়ারম্যান সালাম মুন্সি, মোস্তফা কমান্ডার, যুবলীগের সভাপতি নিরপ পাটওয়ারী, সম্পাদক কালাম ফিটার, শ্রমিকলীগের সভাপতি রহিম মাঝি, সম্পাদক মুন্সি মাঝি, ইউনিয়ন মৎসজীবি লীগের সভাপতি খলিল মাঝি, সম্পাদক রফিজুল মাঝি, ছাত্র লীগের সভাপতি কাউছার ফরাজি, সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, সেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল পন্ডিত সহ বাজার ব্যবসায়ি ও স্থানীয় নেতৃবন্দ।
সম্মেলন শেষে নবারুন শিল্পগোষ্টির শিল্পীরা জ্যাকব উন্নয়ন মুলক গান পরিবেশন করেন।