সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » লালমোহনে মাধ্যমিক শিক্ষক সমিতিতে নির্বাচনী হাওয়া, দ্বীর্ঘশ্বাস প্রাথমিক শিক্ষক সমিতিতে ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে মাধ্যমিক শিক্ষক সমিতিতে নির্বাচনী হাওয়া, দ্বীর্ঘশ্বাস প্রাথমিক শিক্ষক সমিতিতে ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিতে বইছে নির্বাচনী হাওয়া, দু একদিনের মধ্যেই তফসিল ঘোষনা হতে পারে বলে আভাস পাওয়া গেলে ও ২০০১ সাল পরবর্তী নতুন নির্বাচন না পেয়ে দীর্ঘশ্বাস ফেলছেন উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যগণ।
সুত্রে জানা যায়, প্রায় চার বছর পুর্বে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন হয়। নির্বাচনে কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আফসার উদ্দিন সভাপতি ও মো. আমীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
তিন বছর মেয়াদী এ কমিটির মেয়াদ গত বছর শেষ হলে প্রায় বছরখানেক আহবায়ক কমিটির হাতে দায়িত্ব ছিল।
নতুন কমিটির আশায় এখন আবার নির্বাচনী হাওয়া বইছে মাধ্যমিক শিক্ষকদের এ সংগঠনটিতে। এবং আগামী দু একদিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষনা হতে পারে।
নির্বাচনে সভাপতি পদে সমিতির সাবেক সভাপতি ও কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আফসার উদ্দিন ও রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জামাল উদ্দিন প্রার্থীতা করবেন এবং সাধারণ সম্পাদক পদে মো. ইব্রাহিম হাওলাদার, মো. মিজানুর রহমান কামরুল, ইউসুফ হোসেন মঞ্জু, চতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আ: হাই প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করতে পারেন বলেও জানায় সুত্রটি।
অপরদিকে দীর্ঘ কয়েক বছর অতিবাহিত হলেও নির্বাচনের মুখ দেখছেন না উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি। তাই মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনের গুঞ্জনে দীর্ঘশ্বাস ছাড়ছেন সংগঠনটির সদস্যগণ। ২০০১ সালের নির্বাচনে