সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর কুলখানীতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যূ ।। লালমোহন বিডিনিউজ
চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর কুলখানীতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যূ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে অংশগ্রহণ করতে গিয়ে পদদলিতের শিকার হয়ে ১০ জনের মৃত্যুর পাশাপাশি শতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানা যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নগরীর আসকার দিঘি এলাকার এস এস খালেদ রোডের রিমা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য মেজবানের আয়োজন করা হয়েছিল। নগরীর ১৪টি কমিউনিটি সেন্টারে প্রায় এক লাখ মানুষের জন্য আজ মেজবানের আয়োজন করা হয়।
এদিকে সকালে মহিউদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় মরহুমের পরিবারের পক্ষ থেকে সকালে চাশমা হিলের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রামের তিনবারের মেয়র এবং মহানগর আওয়ামী সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ই ডিসেম্বর মারা যান।