সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ওয়ালটন গ্রুফের চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম আর নেই! লালমোহন বিডিনিউজ
ওয়ালটন গ্রুফের চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম আর নেই! লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : ইলেকট্রনিক্স ও অটোমোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম।আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। ৯৩ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন নজরুল ইসলাম।
রোববার রাত পৌনে ১০টার দিকে অ্যাপোলে হাসপাতালে তার মৃত্যু হয় বলে ওয়ালটন কর্তৃপক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে ১৯২৪ সালে জন্মেছিলেন নজরুল ইসলাম। বাবা এস এম আতাহার আলী তালুকদারের হাত ধরে তার ব্যবসার শুরু। কিন্তু স্বাধীনতার পর নিজেই স্বতন্ত্রভাবে ব্যবসা শুরু করেন তিনি এবং ১৯৭৭ সালে ওয়ালটন গ্রুপ প্রতিষ্ঠা করেন।
ওয়াটন কর্তৃপক্ষ জানায়, সোমবার বেলা পৌনে ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটন গ্রুপের করপোরেট অফিসে নজরুল ইসলামের প্রথম জানাজা ও পরে দুপুর ১২টায় গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন কারখানায় তার দ্বিতীয় জানাজা হয়।
আসরের নামাজের পর টাঙ্গাইলে তার নিজ গ্রামে তৃতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।