শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ২০ টাকা করে আওয়ামীলীগের নতুন সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে কাচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে, ইউনিয়ন পরিষদের সামনে মোঃ নিরব হোসেন মিয়ার সভাপতিত্বে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় দেশেরমানুষ আজ নিরাপত্তায় আছে। আওয়ামীলীগ সরকার দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে পুর্নরায় ক্ষমতায় আনতে হবে। তাহলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্যদেন বোরহানউদ্দিন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মিয়া। এসময় উপস্থিত ছিলেন , বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীসহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রব কাজী ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।