বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ২৫শত কেজি পাঙ্গাশ পোনা আটক করেছে কোষ্টগার্ড ।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে ২৫শত কেজি পাঙ্গাশ পোনা আটক করেছে কোষ্টগার্ড ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন ।। ভোলা জেলার তজুমদ্দিনে ২৫০০ কেজি পাঙ্গাশ মাছের পোনা আটক করেছে কোষ্টগার্ড ।
তজুমদ্দিন মৎস্য অধিদপ্তর, তজুমদ্দিন ও হাতিয়া কোষ্টগার্ড যৌথ অভিযানে দুইদিনে আড়াই হাজার কেজি (৬৫ মন) পাঙ্গাশ পোনা এবং ৫ শত কেজি ঝাটকা ইলিশ আটক করা হয়।
বুধবার ও বৃহস্পতিবার তজুমদ্দিনের চৌমহনী লঞ্চঘাট এলাকায় ঢাকাগামী এমভি ফারহান -৩ এবং ফারহান -৪ থেকে এসব মাছ আটক করা হয়।
পরে উপজেলার ধরনীর খাল এলাকায় এনে এতিমখানা ও গরীর মানুষের মাজে বিতরণ করা হয়।
ভোলা দক্ষিণ জোন তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার শফিকুল ইসলাম জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।