বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » “জনগণ আমাদের পক্ষে, ভোট দেবার জন্য প্রস্তুত, ভোট দেবে-প্যারিসে প্রধানমন্ত্রী ।। লালমোহন বিডিনিউজ
“জনগণ আমাদের পক্ষে, ভোট দেবার জন্য প্রস্তুত, ভোট দেবে-প্যারিসে প্রধানমন্ত্রী ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেক্স : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে আবারো ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। দলীয় কোন্দলের কারণে বিজয় যেনো হাতছাড়া হয়ে না যায়, সেজন্য দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলেন তিনি।
মঙ্গলবার রাতে প্যারিসে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন,
প্রধানমন্ত্রী বলেন, “জনগণ আমাদের পক্ষে। ভোট দেবার জন্য প্রস্তুত, ভোট দেবে। কেউ যেন এখানে কোনো ষড়যন্ত্র করতে না পারে। নিজেদের মধ্যে বিভক্তি থাকলে সেখান থেকে ষড়যন্ত্র ঢুকতে পারে।”
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রেই কিছু করতে পারবে না।”