মঙ্গলবার, ২৬ মে ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী রেজা মিয়ার উন্নত চিকিৎসার সকল ব্যায়ভার বহন করায় এমপি শাওনকে স্বাগত জানিয়েছেন লালমোহনের সর্বস্তরের জনতা
লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী রেজা মিয়ার উন্নত চিকিৎসার সকল ব্যায়ভার বহন করায় এমপি শাওনকে স্বাগত জানিয়েছেন লালমোহনের সর্বস্তরের জনতা
মিজানুর রহমান লিপু : লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী রেজা মিয়ার উন্নত চিকিৎসার সকল ব্যায়ভার বহন করায় এমপি শাওনকে স্বাগত জানিয়েছেন লালমোহনের সর্বস্তরের জনতা । এক সময়ের তুখোর ছাত্রনেতা ও উপজেলার আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গত 17 মে রোজ রবিবার নিজ বাসায় মারাত্বক অসুস্থ্য হয়ে পরলে ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যান এবং ঢাকার মগবাজারের এস ,বি,আরসি উন্নতমানের নিউরোলোজি হাসপাতালে ভর্তি করান। থাইল্যান্ডে থেকেও এমপি শাওন এই নেতার রোগের সার্বোক্ষনিক খোজ খবর রাখা সহ চিকিৎসার সকল ব্যায়ভার নিজে বহন করেন। বিদেশ থেকে এসেই গত ২৪মে রাত ৮ টায় এস ,বি,আরসি হাসপাতালে তাকে দেখতে যান এবং সকল খোজ খবর নেওয়া সহ আলীরেজা মিয়াকে সাধারন কেবিন থেকে এসি কেবিনে নেওয়ার নিদের্শ দেন। ডাক্তারের পরামর্শে তাকে বাসায় নিয়ে যেতে পারলেও এমপি সাহেব তাকে সম্পুর্ন সুস্থ্য হওয়ার জন্য আরো ৫ দিন হাসপাতালে থাকার নির্দেশ দেন।
সৎ ও নিষ্ঠাবান এই নেতার চিকিৎসায় এমপি শাওনের এই মহতি উদ্দ্যেগে প্রশংশায় পঞ্চমুখ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা । উল্লেখ্য যে তুখোর এই নেতা সারাজীবন আওয়ামীলীগের রাজনীতি করে সরকারী দলের শাসন ক্ষমতায় কয়েকবার লালমোহন উপজেলার ক্ষমতার কর্নধার থেকেও তিনি আজও নিজের ঝড়াজীর্ন ভাঙ্গা টিনের বসত ঘরে দিন অতিবাহিত করে যাচ্ছেন। তার জীবনে তিনি দলের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করা সহ অসহায় ও ত্যাগী নেতাদের সার্বক্ষনিক খোজ খবর রাখা সহ এমপি শাওনের অনুপস্থিতে তার দায়িত্ব পালন করে থাকেন । অত্যান্ত সহৃদয়বান সাদামাঠা এই নেতা দ্রুত আরোগ্য লাভ করে লালমোহন উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন এমনটাই কামনা করছেন সকল শুভাকাঙ্খী।