সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | ধর্ম-কর্ম | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ইসলামিক দলগুলোর মার্কিন দূতাবাস ঘেরাও চেষ্টা, পুলিশের বাধা।। লালমোহন বিডিনিউজ
ইসলামিক দলগুলোর মার্কিন দূতাবাস ঘেরাও চেষ্টা, পুলিশের বাধা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ তিনটি ইসলামিক দলের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর শান্তিনগরে তাদের বাধা দেওয়া হয়েছে।
এ সময় দলটি আগামী শুক্রবার সারাদেশের জেলায় জেলায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে তিনটি ইসলামিক দলের নেতাকর্মীরা মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।