সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » লালমোহনে সহকারী শিক্ষিকার মাতৃকালীন ছুটি নিয়ে ধুম্রজাল, স্কুলে অগ্রীম হাাজিরা ! লালমোহন বিডিনিউজ
লালমোহনে সহকারী শিক্ষিকার মাতৃকালীন ছুটি নিয়ে ধুম্রজাল, স্কুলে অগ্রীম হাাজিরা ! লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন উত্তর পূর্ব চরলক্ষী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শাহনাজ বেগম নামের এক সহকারী শিক্ষিকার মাতৃকালীন ছুটি নিয়ে শিক্ষক মহলে ধুম্রজালের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ বেগম গত ১জুলাই ২০১৭ তাঁর বিদ্যালয় থেকে ছয় মাসের মাতৃকালীন ছুটি গ্রহন করেন। নিয়মানুযায়ী তাঁর এ ছুটি আগামী ২০১৮ সালের জানুয়ারী মাসে শেষ হওয়ার কথা থাকলে ও গত ২৫ নভেম্বর ২০১৭ তিনি প্রশিক্ষনের জন্য ভোলা পিটিআই তে যোগদান করেন এবং গত ৭ ডিসেম্বর তার কর্মরত বিদ্যায়ে গিয়ে শিক্ষক হাজিরা খাতায় ২২ নভেম্বর পর্যন্ত উপস্থিতি দিয়ে রাখেন।
ছুটি কাটানো অবস্থায় পিটিইতে যোগদান এবং দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থেকে হাজিরা খাতায় উপস্থিতি উল্লেখ নিয়ে স্থানীয় শিক্ষক মহলে আলোচনা সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি সকলের নজরে আসে।
অনুসন্ধানে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষিকা শাহনাজ বেগম বলেন, আমার মাতৃকালীন ছুটি তুলে নিয়ে মেডিকেল ছুটি গ্রহন করেছি, এর মাঝেই স্কুলে গিয়ে হাজিরা দিয়েছি এবং পিটিআইতে যোগদান করেছি।
শিক্ষকদের দাবী লালমোহন উপজেলা শিক্ষা অফিসার বড় অংকের উৎকোচের মাধ্যমে এমন অনিয়মের আশ্রয় দিয়েছেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলীন বাবুৃর কাছে জানতে চাইলে তিনি মাতৃকালীন ছুটি ও অগ্রীম হাজিরার বিষয়টি স্বীকার করে বলেন, সহকারী শিক্ষিকা উপজেলা শিক্ষা অফিসার এর রেফারেন্স নিয়ে এমনটা করেছেন। উপজেলা শিক্ষা অফিসারের কথায় অগ্রীম হাজিরা দেওয়ার নিয়ম আছে কিনা? এমন কোন নিয়ম নেই বলে জানান তিনি।