বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » আটোবোরাক থেকে ছিটকে পরে নসিমনের চাপায় শিশুর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
আটোবোরাক থেকে ছিটকে পরে নসিমনের চাপায় শিশুর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার এওয়াজপুর নতুন বাজার এলাকায় সুমাইয়া পারভীন(১২) নামের এক কণ্যা শিশু আটোবোরাক থেকে ছিটকে পরে নসিমনের চাপায় মৃত্যু হয়েছে।
বৃহম্পতিবার(৭ডিসেম্বর) সন্ধার দিকে এ দূর্ঘটনা ঘটে। সুমাইয়া পারভীন এওয়াজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মনির হাওলাদের মেয়ে।
স্থানীয়রা জানান, শশীভূষন বাজার থেকে তিন বোন কেনাকাটা করে আটোবোরাকে বাড়ি যাওয়ার সময় এওয়াজপুর পল্লীবিদ্যূতের সাব স্টেশনের কাছে আটোবোরাক থেকে বোন সুমাইয়া ছিটকে পরে যায়। পিছেন দিক থেকে আসা একটি মাল বোঝাই নসিমন তাকে চাপা দিলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন।
শশীভূষন থানার অফিসার ইনচার্জ(ওসি) এ দূর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।