বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » ভোলার চরফ্যাশনের নীলকমল ইউপি নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত।।লালমোহন বিডিনিউজ
ভোলার চরফ্যাশনের নীলকমল ইউপি নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,জুয়েল সাহা ভোলা : ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউপি নির্বাচন ৬ মাসের স্থগিত করেছেন হাইকোর্ট । ৫ ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের চলতি দায়িত্ব যুগ্মসচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরীত এই আদেশ স্থগিত করা হয়। এতে বলা হয় গত ২৭ নভেম্বর তারিখে প্রদত্ত হাইকোর্ট বিভাগের দাখিলকৃত রিট পিটিশন নং ১৭০০৫/২০১৭ এ প্রদত্ত আদেশে সূত্র ১৭.০০.০০০০.০৭৯.৪১.০১৮.১৬-৫৪৮ ভোটার তালিকার উপর ৬ মাসের জন্য স্থগিত প্রদান করা হয়। আদেশের কপি মন্ত্রী পরিষদ সচিব, মন্ত্রী পরিষদ বিভাগ, মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়, জেলা প্রশাসক ভোলা, জেলা নির্বাচন অফিসার ভোলা, চরফ্যাশন নিবার্হী অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়।
এব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, নির্বাচন স্থগিতের আদেশের খবর পেয়েছি। জেলা নির্বাচন অফিসের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২৮ শে ডিসেম্বর এই ইউনিয়নে নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল।