সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আজ থেকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা শুরু ।। লালমোহন বিডিনিউজ
আজ থেকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা শুরু ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, রংপুর : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। ফলে আজ থেকেই তারা প্রচারণা শুরু করতে পারবেন।
আগামী ২১শে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) থেকে জানানো হয়েছে, রংপুর সিটি করপোরেশনে সাতজন মেয়র প্রার্থীসহ মোট ২৮৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন- আওয়ামী লীগ মনোনীত শরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিএনপির কাওছার জামান বাবলা, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী (জাতীয় পার্টির বিদ্রোহী) জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ।