রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » জনসমর্থন না থাকায় নির্বাচন নিয়ে সরকার আতংকে রয়েছে-খসরু ।। লালমোহন বিডিনিউজ
জনসমর্থন না থাকায় নির্বাচন নিয়ে সরকার আতংকে রয়েছে-খসরু ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনসমর্থন না থাকায় নির্বাচন নিয়ে সরকার আতংকে রয়েছে।
রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভায় তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্বাচনের ফসল ঘরে তুলতে পারবে না আওয়ামী লীগ। সে ব্যবস্থা করা হলে চড়া মূল্য দিয়ে ক্ষমতাসীন দলকে বিদায় নিতে হবে।
রোহিঙ্গা চুক্তির মাধ্যমে সরকার জনগণকে ধোকা দিয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এই চুক্তির মাধ্যমে রোহিঙ্গাদের কোনো দিন ফেরত পাঠানো সম্ভব নয়।